বৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৮:৩৫
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে বিটিসিএল’র পরিত্যক্ত  দু’টি গুদাম ঘরে অগ্নিকান্ড

ডেস্ক রিপোর্ট
নভেম্বর ১৩, ২০২৫ ১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট  নগরীতে বাংলাদেশ ব্যাংকের পাশে টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর পরিত্যক্ত দু’টি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সেমি পাকা দুটি ভবনেই ক্ষতিগ্রস্ত
 হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দুটি প্রতিষ্ঠানই কেপিআই( কি পয়েন্ট ইন্সটলেশন) এলাকায় অবস্থিত।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১ হাজার লিটারের বিশেষ পানিবাহী গাড়ীসহ তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তালতলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ কুতুব উদ্দিন জানিয়েছেন, এটি নিছক একটি দুর্ঘটনা। প্রাথমিক তদন্তে নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি।
বিটিসিএল’র উপ মহা-ব্যবস্থাপক মিহির রায় বলেন, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে আনুমানিক দুই লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।
এ ব্যাপারে কতোয়ালী থানার অফিসার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনা থেকেই অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রতিয়মান হয়েছে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।