বৃহস্পতিবার , ৩০ মার্চ ২০২৩, ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, দুপুর ১:০৫

সিলেটে বাবা-মাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ড

ডেস্ক রিপোর্ট
মার্চ ৩০, ২০২৩ ১১:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

বাবা-মাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছেন সিলেটের একটি আদালত। আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় দেন।

এ সময় আদালতে উপস্থিত ছিলেন, আসামি আতিকুর রহমান রাহেল। পরে তাকে কারা হাজতে প্রেরণ করা হয়।

উল্লেখ্য, ২০২০ সালের ২৭ মার্চ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সুনামপুর গ্রামে গাছ কাটাকে কেন্দ্র করে বাবা আবদুল করিম খান ও মা মিনারা বেগমকে ধারালো অস্ত্র নিয়ে কোপ দেন রাহেল। এতে ঘটনাস্থলে বাবা ও পরে মায়ের মৃত্যু হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।