#সড়কে প্রাণহানি কমাতে বিভিন্ন সেক্টরের মধ্যে সমন্বয়ের তাগিদ
সিলেটে সাংবাদিকদের নিয়ে আয়োজিত সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা সড়কে প্রাণহানি কমাতে
সরকারি-বেসরকারি বিভিন্ন সেক্টরের মধ্যে সমন্বয়ের তাগিদ দিয়েছেন। তারা এও বলেন, সমন্বয় ও জবাবদিহিতার অভাবে
সড়কে শৃংখলা আনা যাচ্ছে না। সড়ক নিরাপত্তা আইন-২০১৮ প্রণীত হলে বিভিন্ন ক্ষেত্রে এর কার্যকারিত এখনো নেই বলে
তাদের মন্তব্য।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিওএইচও)/এশিয়া প্যাসিফিক ইনস্টিটিউট ফর ব্রডকাস্টিং ডেভেলপম্যান্ট (এআইবিডি)-এর রোড সেইফটি ইনিশিয়েটিভের অর্থায়নে আয়োজিত কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
শনিবার সকাল ১০টায় সিলেট প্রেসক্লাবের আমিনুর রশীদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম। এসময় সিলেট
প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপ-পরিচালক মোহাম্মদ আবু সাদিক বক্তব্য
রাখেন। সূচনা বক্তব্য রাখেন-কর্মশালার রিসোর্স পার্সন ও ঢাকা ট্রিবিউনের সিলেট বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ সিরাজুল ইসলাম।
কর্মশালায় সিলেট বিভাগের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ১৫ জন সাংবাদিক অংশ নেন। কর্মশালায় ডাবিøউএইচও-
এআইবিডি নিযুক্ত রিসোর্সপার্সন মোহাম্মদ সিরাজুল ইসলাম ছাড়াও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপ-পরিচালক
মোহাম্মদ আবু সাদিক, সিলেট রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের পুলিশ সুপার জেদান আল মুসা, হাইওয়ে পুলিশ সিলেট রিজিওনের পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ বিভিন্ন সেশন পরিচালনা করেন।
কর্মশালায় সড়ক নিরাপত্তা বিষয়ক আইন ও এর প্রয়োগ, সলিউশন্স জার্নালিজম, পোস্ট ক্রাশ রেসপন্স, সড়ক ব্যবস্থাপনা ও ডাবিøউএইচও’র গাইড লাইন নিয়ে আলোচনা হয়।
প্রসঙ্গত, গত ডিসেম্বরে মালয়েশিয়ায় ডব্লিওএইচও- এআইবিডি আয়োজিত সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন সাংবাদিক মোহাম্মদ সিরাজুল ইসলাম। এর অংশ হিসেবে বাংলাদেশে এ বিষয়ক একটি প্রশিক্ষণ পরিচালনার জন্য সাংবাদিক সিরাজুল ইসলামকে রিসোর্সপার্সনের দায়িত্ব দিয়ে একটি গ্র্যান্টস প্রদান করা হয়। এ গ্র্যান্টের আওতায় আয়োজন করা হয় এ প্রশিক্ষণ কর্মশালার।