শনিবার , ৪ মার্চ ২০২৩, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১২:১১
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ডব্লিওএইচও-এআইবিডি’র অর্থায়নে কর্মশালা

ডেস্ক রিপোর্ট
মার্চ ৪, ২০২৩ ৪:১৬ অপরাহ্ণ
Link Copied!

#সড়কে প্রাণহানি কমাতে বিভিন্ন সেক্টরের মধ্যে সমন্বয়ের তাগিদ

সিলেটে সাংবাদিকদের নিয়ে আয়োজিত সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা সড়কে প্রাণহানি কমাতে
সরকারি-বেসরকারি বিভিন্ন সেক্টরের মধ্যে সমন্বয়ের তাগিদ দিয়েছেন। তারা এও বলেন, সমন্বয় ও জবাবদিহিতার অভাবে
সড়কে শৃংখলা আনা যাচ্ছে না। সড়ক নিরাপত্তা আইন-২০১৮ প্রণীত হলে বিভিন্ন ক্ষেত্রে এর কার্যকারিত এখনো নেই বলে
তাদের মন্তব্য।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিওএইচও)/এশিয়া প্যাসিফিক ইনস্টিটিউট ফর ব্রডকাস্টিং ডেভেলপম্যান্ট (এআইবিডি)-এর রোড সেইফটি ইনিশিয়েটিভের অর্থায়নে আয়োজিত কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

শনিবার সকাল ১০টায় সিলেট প্রেসক্লাবের আমিনুর রশীদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম। এসময় সিলেট
প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপ-পরিচালক মোহাম্মদ আবু সাদিক বক্তব্য
রাখেন। সূচনা বক্তব্য রাখেন-কর্মশালার রিসোর্স পার্সন ও ঢাকা ট্রিবিউনের সিলেট বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ সিরাজুল ইসলাম।

কর্মশালায় সিলেট বিভাগের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ১৫ জন সাংবাদিক অংশ নেন। কর্মশালায় ডাবিøউএইচও-
এআইবিডি নিযুক্ত রিসোর্সপার্সন মোহাম্মদ সিরাজুল ইসলাম ছাড়াও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপ-পরিচালক
মোহাম্মদ আবু সাদিক, সিলেট রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের পুলিশ সুপার জেদান আল মুসা, হাইওয়ে পুলিশ সিলেট রিজিওনের পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ বিভিন্ন সেশন পরিচালনা করেন।

কর্মশালায় সড়ক নিরাপত্তা বিষয়ক আইন ও এর প্রয়োগ, সলিউশন্স জার্নালিজম, পোস্ট ক্রাশ রেসপন্স, সড়ক ব্যবস্থাপনা ও ডাবিøউএইচও’র গাইড লাইন নিয়ে আলোচনা হয়।

প্রসঙ্গত, গত ডিসেম্বরে মালয়েশিয়ায় ডব্লিওএইচও- এআইবিডি আয়োজিত সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন সাংবাদিক মোহাম্মদ সিরাজুল ইসলাম। এর অংশ হিসেবে বাংলাদেশে এ বিষয়ক একটি প্রশিক্ষণ পরিচালনার জন্য সাংবাদিক সিরাজুল ইসলামকে রিসোর্সপার্সনের দায়িত্ব দিয়ে একটি গ্র্যান্টস প্রদান করা হয়। এ গ্র্যান্টের আওতায় আয়োজন করা হয় এ প্রশিক্ষণ কর্মশালার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।