সোমবার , ৫ মে ২০২৫, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৯:৩৪

সিলেটে ছাত্রশিবিরের মানবপ্রাচীর

ডেস্ক রিপোর্ট
মে ৫, ২০২৫ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

#শাপলা চত্বরসহ ফ্যাসিস্ট আমলের সকল গণহত্যার বিচার করতে হবে– শিবির সভাপতি শাহীন আহমদ

৫ মে শাপলা চত্বরের গণহত্যার বিচারের দাবীতে সিলেটে মানবপ্রাচীর করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সোমবার বিকেলে সিলেট নগরের চৌহাট্টা পয়েন্টে কেন্দ্রঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সিলেট মহানগর শিবিরের আয়োজনে এই মানবপ্রাচীর অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর ছাত্রশিবির সেক্রেটারী শহীদুল ইসলাম সাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত মানবপ্রাচীরে সভাপতির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর শাখার সভাপতি শাহীন আহমদ। এসময় তিনি বলেন, শাপলা চত্বরে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে বর্বরোচিত গণহত্যা চালানো হয়েছে, তা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। ২০১৩ সালের ৫ মে রাতের হত্যাকাণ্ডসহ ফ্যাসিস্ট আমলের সকল গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। অন্তর্বর্তী সরকার এখনও দোষীদের শাস্তি নিশ্চিতে ব্যার্থ। অনতিবিলম্বে শাপলা গণহত্যার বিচার নিশ্চিত করার লক্ষ্যে কমিশন গঠন করতে হবে। আওয়ামীলীগের আমলে যত হত্যা-গুম হয়েছে তার বিচার নিশ্চিত করতে হবে। যারা মারা গেছেন তাদের সরকারীভাবে শহীদের মর্যাদা দিতে হবে।

এসময় বক্তব্য রাখেন শিবিরের সিলেট জেলা পশ্চিমের সভাপতি মনিরুজ্জামান পিয়াস। এছাড়াও মানবপ্রাচীরে জেলা ও মহানগর ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানবপ্রাচীরে মহানগর ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের কয়েক সহস্রাধিক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।