মঙ্গলবার , ৯ মে ২০২৩, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ২:০৯
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে গণিত পরীক্ষায় অনুপস্থিত ১১৬৫ : কমলগঞ্জে বহিষ্কার ১ পরীক্ষার্থী

স্টাফ রিপোর্টার
মে ৯, ২০২৩ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেট শিক্ষা বোর্ডের অধীনে গতকাল অনুষ্ঠিত গণিত পরীক্ষায় ১ হাজার ১৬৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষার হলে এন্ড্রয়েড মোবাইল নিয়ে প্রবেশ করায় মৌলভীবাজারের কমলগঞ্জে এক শিক্ষার্থী বহিষ্কার হয়েছে। সিলেট শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর কবির আহমদ এ তথ্য জানিয়েছেন।

বোর্ড সূত্রে জানা গেছে, গণিত বিষয়ে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪ হাজার ১৩ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ গ্রহণ করে ৯৯ হাজার ২৪৮ জন। জেলাওয়ারি অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা সিলেট জেলায় ৩৯৫, হবিগঞ্জে ২৬৯, মৌলভীবাজারে ২২৮ ও সুনামগঞ্জে ২৭৩ জন।

কমলগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা জানান, কমলগঞ্জের কালিপ্রসাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এনড্রয়েড মোবাইল ফোন নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করায় শাকিল আহমদ নামে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ প্রসঙ্গে কেন্দ্র সচিব সত্যেন্দ্র কুমার পাল বলেন, ওই শিক্ষার্থীর এনড্রয়েড মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের বিষয়টি নজরে আসলে দায়িত্বরত সহকারী কমিশনার (ভ‚মি) তাকে বহিষ্কার করেন।

মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রঙ্গত, সারা দেশের ন্যায় গত ৩০ এপ্রিল থেকে সিলেটেও শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত যথানিয়মে সিলেট শিক্ষা বোর্ডের অধীনস্থ ১৪৯টি কেন্দ্রের ৯৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করছে। এবার সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ১ লাখ ১০ হাজার ৪০২ জন পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে ছেলে ৪৫ হাজার ৫৯৮ জন এবং মেয়ে ৬৪ হাজার ৮০৪ জন। ১৪৯টি কেন্দ্রের মধ্যে জেলাওয়ারি কেন্দ্রসংখ্যা সিলেটে ৫৯, হবিগঞ্জে ৩১, মৌলভীবাজারে ২৬ এবং সুনামগঞ্জে ৩৩টি।

এদিকে, সিলেট জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় সিলেটের ১৭টি কেন্দ্রে গতকাল মঙ্গলবার বাংলা ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই বিষয়ে ৬ হাজার ৮৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৬ হাজার ৭৫৪ জন। এ বিষয়ে অনুপস্থিত পরীক্ষার্থী সংখ্যা ১০১ জন।

এছাড়া, বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে সিলেট জেলার ৯টি কেন্দ্রে গণিত-২ পরীক্ষায় ১ হাজার ৪২৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১ হাজার ৪০৯ জন। অনুপস্থিত পরীক্ষার্থী সংখ্যা ১৪ জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।