সিলেটে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেটের করোনার জন্য বিশেষায়িত হাসপাতাল সিলেট শহিদ শামসুদ্দিন হাসপাতালের আইসিইউতে তিনদিন চিকিৎসা নেয়ার পর তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স প্রায় ৬৯ বছর।
শনিবার বিষয়টি নিশ্চিত করে সিলেটের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান আজকের পত্রিকাকে জানান, তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মেডিকেল রিপোর্ট না পাওয়া এবং শুক্রবার বন্ধ থাকার কারণে আমরা গণমাধ্যমকে তখন জানাতে পারি নি। ওই ব্যক্তি শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত ছিলেন। তিনি সোমবার হাসপাতালে ভর্তি হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় মারা যান। সিলেটে যারাই করোনায় আক্রান্ত হচ্ছেন, তাদের অধিকাংশের বয়স পঞ্চাশোর্ধ।
এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ২২ জনের কভিড-১৯ পরীক্ষা করা হলেও কোনো রোগী শনাক্ত হয়নি। বর্তমানে সিলেটে শনাক্তকৃত করোনা পজিটিভ রোগীর সংখ্যা ২০ জন। তাদের মধ্যে মাত্র ৮জন হাসপতালে চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে শহিদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন ৩, ইবনে সিনা হাসপাতালে ২ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১, আল হারামাইন হাসপাতালে ১ জন।
অপর ১২ জন নিজ দায়িত্বে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।
