শুক্রবার , ১০ জানুয়ারি ২০২৫, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১:০৭

সিলেটের বিমানবন্দরে আটকে দেওয়া হয় নায়িকা নিপুণসহ ৩ জনকে, দুজন জেলে

বিনোদন ডেস্ক
জানুয়ারি ১০, ২০২৫ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিত্রনায়িকা নিপুণসহ তিনজনকে লন্ডন যেতে দেওয়া হয়নি। আজ শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-২০১ ফ্লাইটে লন্ডন যাওয়ার কথা ছিল তাদের।

লন্ডন যেতে না পারা বাকি দুজন হলেন হবিগঞ্জের মো. গাফফার খান লিটন ও মিলন মিয়া।

বিমানবন্দর সংশ্লিষ্টরা জানান, বিমানবন্দরে কর্মরত গোয়েন্দা সংস্থার সদস্যরা চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি তোলেন। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। নিপুণের পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাঁকে লন্ডন যেতে না দিয়ে ফেরত পাঠানো হয়। তবে কী কারণে গোয়েন্দা সংস্থা আপত্তি জানিয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

আর মো. গাফফার খান লিটন ও মিলন মিয়ার বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানায় প্রতারণার মামলা রয়েছে। রিকুইজিশনের ভিত্তিতে তাঁদের থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, লিটন ও মিলন শাহপরান থানার প্রতারণা মামলার ১ ও ২ নম্বর আসামি। আটকের পর তাঁদের আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁদের কারাগারে পাঠিয়েছেন।

ওসমানী বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা নূর ই বাহার বলেন, নিপুণের লন্ডন যাত্রার ব্যাপারে আপত্তি তোলে গোয়েন্দা সংস্থা। তাদের আপত্তির পরিপ্রেক্ষিতে চিত্রনায়িকা নিপুণের লন্ডন যেতে দেওয়া হয়নি। তাঁকে ফেরত পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।