বৃহস্পতিবার , ২৩ মার্চ ২০২৩, ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৮:১১
আজকের সর্বশেষ সবখবর

শেষ ওয়ানডেতে টাইগারদের টার্গেট ১০২রান

ডেস্ক রিপোর্ট
মার্চ ২৩, ২০২৩ ১২:১২ অপরাহ্ণ
Link Copied!

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে তরুণ পেসার হাসান মাহমুদের ৫ উইকেটের কল্যাণে এবং তাসকিন আহমেদ ও এবাদত হোসেনদের দাপটে ১০১ রানেই গুটিয়ে গেছে আইরিশরা।

আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হাসান মাহমুদের আগ্রাসী বোলিংয়ে চাপে পড়ে আয়ারল্যান্ড। এরপর এবাদত-তাসকিনও তাদের চেপে ধরেন।

টাইগারদের পেস ব্যাটারির দাপুটে আক্রমণে ১০১ রানেই সিলেটে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। টাইগারদের হয়ে হাসান নিয়েছেন ৫ উইকেট আর তাসকিনের শিকার ৩। আর এবাদত হোসেন ঝুলিতে পুরেছেন ২টি উইকেট।

আর পঞ্চাশ ওভারের খেলায় আয়ারল্যান্ড ব্যাট করতে পেরেছে মাত্র ২৮.১ ওভার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।