আনজুমানে তা’লীমুল কোরআন বোর্ড বাংলাদেশ কর্তৃক পরিচালিত মাসব্যাপী কোরআন শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র শিমুলতলা জামে-মসজিদে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
আজ বুধবার (১৯ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়ের শিমুলতলা জামে-মসজিদে অত্র কেন্দ্রের প্রধান ক্বারী মাওলানা শামীম আহমদের সভাপতিত্বে ও ক্বারী মাহমুদুল হাসান নাঈমের সঞ্চালনায় হাফিজ আশরাফ আহমদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়।
রমজানে বিশুদ্ধ কুরআন তেলাওয়াতে অধিক সওয়াবের গুরুত্ব দিয়ে খেলাফত মজলিস কোম্পানীগঞ্জ উপজেলার সহ সাধারণ সম্পাদক, পূর্ব ইসলামপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা ওলিউর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন মাসব্যাপী কোরআন শিক্ষার গুরুত্ব অপরিসীম। এখানে উপস্থিত ছাত্র-ছাত্রীদের কুরআন তেলাওয়াতের পরিবর্তনই বলে দেয় তাদেরকে অভিজ্ঞ ক্বারী সাহেবগণ কোরআন প্রশিক্ষণ সঠিকভাবে দিয়েছেন। এই ধারা অব্যাহত থাকলে এলাকায় প্রতেকটি ছাত্র-ছাত্রী শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করতে পারবে।
বিশিষ্ঠ শিক্ষানুরাগী,সামাজিক ব্যক্তিত্ব,ছাত্র গড়ার কারিগর, মুহাদ্দিস মাওলানা হাবিবুর রহমান বিশেষ অতিথির বক্তব্যে বলেন হাদীসে রাসুল(সা:) বলছেন দক্ষ কুরআন পাঠকারী ফেরেশতাদের দলের অন্তর্ভুক্ত। সহীহ শুদ্ধভাবে কুরআন তেলাওয়াতের এই শিক্ষা পদ্ধতি সর্বত্রে চালু রাখা অত্যন্ত প্রয়োজন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন মৌলভী আব্দুর রহমান, মাওলানা ক্বারী কাউসার আহমদ, ক্বারী মোহাম্মদ আলী, হাফিজ আশরাফ আহমদ, হাফিজ মাহমুদ, মোঃ শামসই মিয়া, বিল্লাল মিয়া, মোঃ ফয়ছল মিয়া, আবজল মিয়া, জুনাঈদ আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
মাওলানা ওলিউর রহমানের দোয়ার মাধ্যমে উক্ত ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সমাপ্তি হয়।