বুধবার , ৩ মে ২০২৩, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৬:৪৯
আজকের সর্বশেষ সবখবর

শাহ আরেফিন টিলায় পরিবেশের অভিযানে ১ জনের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট
মে ৩, ২০২৩ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

শাহ আরেফিন টিলায় পরিবেশের অভিযানে ১ জনের কারাদণ্ড

কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে পাভেল আহমেদ (২৭) নামে একজনকে কারাদণ্ড ও ৩টি পাথর বহনকারী ট্রলি পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। পাভেল আহমদ উপজেলার ছনবাড়ী গ্রামের ওরমত উল্লাহর ছেলে।

বুধবার (৩ মে) শাহ আরেফিন টিলায় পরিবেশ অধিদপ্তরের সিলেটের বিভাগীয় পরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

বিকাল ৩টা থেকে চলা অভিযান চলে সন্ধ্যার আগ পর্যন্ত। এ সময় টিলা কেটে পাথর উত্তোলনের দায়ে ১ জনকে মোবাইল কোর্ট এর মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন সিলেট জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ বদরুল হুদা। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো: মোহাইমিনুল হক। অবৈধভাবে উত্তোলিত পাথর পরিবহনকালে ৩টি ট্রলি ধ্বংস করা হয়।

পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন বলেন, শাহ আরফিন টিলার পরিবেশ রক্ষায় টিলা কর্তনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।