শনিবার , ১ এপ্রিল ২০২৩, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, রাত ১:০২
আজকের সর্বশেষ সবখবর

লিভারপুলের জালে এক হালি সিটির

ডেস্ক রিপোর্ট
এপ্রিল ১, ২০২৩ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

লিভারপুলের জালে এক হালি সিটির

হালান্ডকে ছাড়াই লিভারপুলের জালে এক হালি গোল দিল ম্যানচেস্টার সিটি। শনিবার ইতিহাদ স্টেডিয়ামে লিভারপুলকে ১-৪ গোলে হারায় ম্যান সিটি।

মোহামেদ সালাহ লিভারপুলকে এগিয়ে নেওয়ার পর সিটির হয়ে একটি করে গোল করেন হুলিয়ান আলভারেস, কেভিন ডে ব্রুইনে, ইলকেয় গুন্দোয়ান ও জ্যাক গ্রিলিশ।

ইতিহাদ স্টেডিয়ামে অবশ্য গোলের তালাটা আগে ভাঙে ইউর্গেন ক্লপের দলই। ম্যাচের ১৭ মিনিটে অলরেডদের এগিয়ে দেন মোহামেদ সালাহ। কিন্তু সমতা ফেরাতে কেবল ১০ মিনিট সময় নেয় সিটি।

প্রিমিয়ার লিগে এ হারে ২৭ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলে ছয়ে অবস্থান করছে লিভারপুল। অন্যদিকে ২৮ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিটি। সমান ম্যাচে ৬৯ পয়েন্ট পেয়ে শীর্ষে আর্সেনাল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।