বুধবার , ২৬ এপ্রিল ২০২৩, ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, রাত ৪:৩৭

লন্ডনে জাপা নেতা সাইফুদ্দিন খালেদের ২৫ বছর বয়সী ছেলের মৃত্যু

জকিগঞ্জ প্রতিনিধি:
এপ্রিল ২৬, ২০২৩ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শিল্পপতি সাইফুদ্দিন খালেদের একমাত্র ছেলে সালাউদ্দিন ওমর (২৫) আর নেই। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যার দিকে আকস্মিকভাবে পূর্ব লন্ডনের একটি হাসপাতালে ওমর ইন্তেকাল করেন । (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
জানা গেছে, সাইফুদ্দিন খালেদের একমাত্র ছেলে সালাউদ্দিন ওমর দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে লন্ডনে বসবাস করেন। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যার দিকে আকস্মিকভাবে অসুস্থ হন। পরে তাকে পূর্ব লন্ডনের একটি হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
তার মৃত্যুতে জকিগঞ্জে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। তরুণ সালাউদ্দিন ওমরের মৃত্যুর সংবাদে শোক প্রকাশ করেছে বিভিন্ন মহল।
লন্ডনে অবস্থানরত সাইফুদ্দিন খালেদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইলে সংযোগ পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।