হবিগঞ্জের মাধবপুর পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ৪২কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। আটককৃত যুবক সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার পাহাড়পুর এলাকার মৃত সুরুজ আলীর পুত্র রুওন আলী(২৩)
আজ রোববার (৯ এপ্রিল) রাতে র্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল পৌরসভাস্থ
মাধবপুর বাস স্ট্যান্ডের ডাক বাংলো পুকুর সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সাথে তার সংশ্লিষ্টতা পাওয়া যায়। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামত হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।