বৃহস্পতিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১২:৫৪

র‍্যাগিংয়ের অভিযোগে শাবিপ্রবিতে বহিষ্কৃত হলেন যে ৫ শিক্ষার্থী

শাবি প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ১০:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের স্নাতক প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের নবীন শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগে একই বিভাগের পাঁচ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন ব্যবসায় প্রশাসনের বিভাগের ২০২০-২১ সেশনের মো. আপন মিয়া, মো. আল আমিন, মো. পাপন মিয়া, মো. রিয়াজ হোসেন ও মো. আশিক হোসেন।

আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : র‍্যাগিংয়ের অভিযোগে শাবিতে ৫ শিক্ষার্থী সাময়িক বহিস্কার

তিনি জানান, বহিষ্কারাদেশ থাকা অবস্থায় ওই সব শিক্ষার্থী ক্যাম্পাসে বিচরণ করতে পারবেন না এবং তাদের হলের সিট বাতিল থাকবে।

ওই ঘটনায় এরই মধ্যে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি  গঠন করা হয়েছে। এ কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অধিকতর তদন্তের পর পূর্ণাঙ্গ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মুজতবা আলী হলের ১১১ নম্বর কক্ষে ব্যবসায় প্রশাসন বিভাগের ১০ থেকে ১৩ জন শিক্ষার্থীকে ডেকে র‍্যাগিং দেয় বলে একই বিভাগের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের এক শিক্ষার্থী অভিযোগ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।