রানওয়ে ম্যানিয়াক মডেল এজেন্সি’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সিলেটে রানওয়ে ম্যানিয়াক মডেল এজেন্সির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। রবিবার (৭ মে) নগরীর ধোপাদিঘীরপারস্থ ওয়াকওয়ে প্রাঙ্গনে সিলেটের সংস্কৃতিকর্মী ও মডেলদের নিয়ে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শেষে অতিথিদের নিয়ে কেক কেটে উদযাপন করেন সংগঠনের নেতৃবৃন্দ।
রানওয়ে ম্যানিয়াক মডেল এজেন্সির চেয়ারম্যান এইচ ডি ইমন এর সভাপতিত্বে ও অভিনেতা রুবেল রাজের উপস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন সিলেটি নাটকের জনপ্রিয় অভিনেতা বেলাল আহমেদ মুরাদ, নাট্য নির্মাতা এস এম সুমন, কাউন্সিলর পদপ্রার্থী জগলু আহমেদ চৌধুরী, সিলেট জেলা প্রেস ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মিঠু দাস জয়, দৈনিক জাগ্রত সিলেটের কম্পিউটার ইনচার্জ মুহাম্মদ মিজান রহমান, মিউজিক ভিডিও মডেল আসফাক রানা, মডেল ইয়ামিন ওসমান, অর্গানাইজার জামিল, ফটোগ্রাফার সুমন, মেকআপ আর্টিষ্ট রুমেল, রাজিব।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্রুপের মডেল কাজী ইমন, কামরুল ইসলাম, শান্তনু, ফাহিম, সাদী, শাকিব, ফারদিন, এস কে জিহান, জয়ন্ত, রবিউল, অমি, রাহিম, আকরামুল প্রমুখ। বিজ্ঞপ্তি