সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের মোহনা সাংস্কৃতিক সংগঠনের মুখপত্র ❝বৈশাখী—১৪৩০❞ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মোহনা মহড়া কক্ষে মোড়ক উন্মোচন করেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।
এসময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ, মোহনার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর তোফায়েল আহমেদ, উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ বেগম, ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল বাসিত।
এছাড়াও মোহনা সাংস্কৃতিক সংগঠনের সাবেক সভাপতি খালেদ মাসুদ, ইমরান ইমন, পল্লবী দাস মৌ ও এম সি কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহনা সাংস্কৃতিক সংগঠনের বর্তমান সভাপতি শাহ রাকিবুল হাসান রাফি, সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ সহ বর্তমান কার্যকরী পরিষদের সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ।