ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি মাস খানেকের জন্য সিলেটে এসেছেন। অবস্থান করছেন সিলেট মহানগরের এয়াপোর্ট এলাকার একটি অভিজাত হোটেল ও রিসোর্টে। বিমানযোগে সিলেট আসা এবং হোটেলে উঠা থেকে শুরু করে বিভিন্ন সময়ের মুভমেন্টের ছবি তিনি তার নিজ ফেসবুকে শেয়ার করছেন।
এর আগে গত বুধবার (২৬ এপ্রিল) রাতে ফেসবুক স্ট্যাটাসে পরী লেখেন, ‘ভাবতেছি সিলেট মাস খানেক থাকব। আফটারঅল শ্বশুরবাড়ির এলাকা!’ সেই পোস্টে সিলেট ডিভিশনকে ট্যাগ করেছেন এই অভিনেত্রী।
এদিকে মুহূর্তেই পরীর সেই ইচ্ছাকে স্বাগত জানিয়েছেন নেটিজেনরা। তাদের একজন লিখেছেন, ‘সালমান শাহ্র শহরে স্বাগতম।’
মজার ছলে একজন লিখেছেন, ‘এদিকে তোমার (পরী) জামাই আমাকে বলেছে, আমরা যে সিলেট কাউকে বলিস না।’
তার সেই মন্তব্যের জবাবে পরী লেখেন, ‘তুমি শুধু বলে বেড়াও নাকি!’
জানা গেছে, চিত্রনায়ক শরিফুল রাজের জন্ম ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার আলমপুর গ্রামে। তবে তিনি বড় হয়েছেন সিলেটে। তার বাবা সেখানে চাকরি করতেন।