শনিবার , ১ ফেব্রুয়ারি ২০২৫, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১২:১৯

ভাষার মাস বরণে থিয়েটার মুরারিচাঁদের ‘বর্ণমালার মিছিল’

এমসি কলেজ প্রতিনিধি
ফেব্রুয়ারি ১, ২০২৫ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ভাষার মাস ফেব্রুয়ারিকে বরণে বর্ণমালার মিছিল করেছে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের নাট্য সংগঠন থিয়েটার মুরারিচাঁদ। আজ শনিবার (১লা ফেব্রুয়ারি) সকালে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহিদ মিনারে এসে বর্ণমালার এই মিছিল শেষ হয়। সেখানে কবিতা-গান পরিবেশন করেন থিয়েটার মুরারিচাঁদের শিল্পীরা।

এসময় উপস্থিত ছিলেন এমসি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন, শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ।

এসময় আরও উপস্থিত ছিলেন কলেজের থিয়েটার মুরারিচাঁদের কামরুল ইসলাম, সায়মা, অপি, শতাব্দী, সম্পা, শাওন, মায়া, সাব্বির, রুহিত, তিথি, রিচি প্রমুখ এবং কলেজের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।