রবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১২:০৪
আজকের সর্বশেষ সবখবর

ভাঙচুর করতে এলে হাত ভেঙে দিতে বলেছি: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ২:১০ অপরাহ্ণ
Link Copied!

আন্দোলনের নামে বিএনপিকে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে দেয়া হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‌‘যে হাত ভাঙচুর করতে আসবে, সেই হাত ভেঙে দেবো। যে হাত জনগণের জানমালে আগুন দিতে আসবে, আমরা সেই হাতে আগুন ধরিয়ে দেবো। আমাদের নেতাকর্মীদের সেই নির্দেশনা দেয়া আছে।’

আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান রচিত ‘দেশরত্ন শেখ হাসিনার স্বর্ণযুগ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার বিষয়ে তিনি বলেন, ‘তারা বলে ৫০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। আমি তাদের বলতে চাই ৫০ লাখ নেতাকর্মীর তালিকা জাতির সামনে পেশ করুন। আমি স্পষ্ট বলতে চাই, এটা তাদের বানোয়াট গল্প।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।