মঙ্গলবার , ২ মে ২০২৩, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:১৬
আজকের সর্বশেষ সবখবর

বড়লেখায় নকল করায় পরীক্ষার্থী বহিস্কার, কক্ষ পরিদর্শককে অব্যাহতি

ডেস্ক রিপোর্ট
মে ২, ২০২৩ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজারের বড়লেখায় এসএসসি (বাংলা দ্বিতীয় পত্র) পরীক্ষায় নকল করার অভিযোগে রহিমা রহমান নাহিদা নামে ভোকেশনালের এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। এছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে কক্ষ পরিদর্শক মামুনুর রশীদকে ৩ বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (০২ এপ্রিল) বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পরীক্ষার নকল করার অভিযোগে এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে এবং দায়িত্বে অবহেলার অভিযোগে কক্ষ পরিদর্শককে তিন বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।