বুধবার , ৫ এপ্রিল ২০২৩, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, সকাল ১১:২৬

ব্রাজিলে ডে-কেয়ার সেন্টারে কুড়াল নিয়ে হামলা, ৪ শিশু নিহত

ডেস্ক রিপোর্ট
এপ্রিল ৫, ২০২৩ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

দক্ষিণ ব্রাজিলের সান্টা ক্যাটারিনা রাজ্যের ব্লুমেন্যু শহরের একটি ডে-কেয়ার সেন্টারে এক ব্যক্তি কুড়াল নিয়ে হামলা চালিয়েছে। এতে চার শিশু নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অপর ৪ শিশু।

বুধবার এ ঘটনায় হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। খবরে বলা হয়েছে, হামলাকারীর বয়স ২৫ বছর। দেয়াল টপকে তিনি ডে-কেয়ার সেন্টারে প্রবেশ করে আক্রমণ করে। নিহত চারশিশুর মধ্যে তিনজন ছেলে আর একজন মেয়ে।

সান্টা ক্যাটারিনার গভর্নর জর্জিনহো মেলো বলেন, ‘ক্যান্টিনহো বোম প্যাস্টর’ নামের ডে-কেয়ার সেন্টারে হামলা চালানো হয়েছে। হামলাকারী ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সূত্র: সিএনএন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।