রবিবার , ২৬ মার্চ ২০২৩, ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৪:৪৪
আজকের সর্বশেষ সবখবর

বেলজিয়াম ও আয়ারল্যান্ডে ঘড়ির কাঁটায় এক ঘণ্টা পরিবর্তন

ডেস্ক রিপোর্ট
মার্চ ২৬, ২০২৩ ১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বেলজিয়াম ও আয়ারল্যান্ডে ঘড়ির কাঁটায় এক ঘণ্টার পরিবর্তন আসছে আজ রোববার (২৬ মার্চ) থেকে। ডেলাইট সেভিং টাইম (ডিএসটি) বা সূর্যের আলো কাজে লাগানোর রীতিতে স্থানীয় সময় রাত ২টায় এক ঘণ্টা সময় এগিয়ে আনা হবে। ২টার সময় ঘড়ির কাঁটা পরিবর্তন করে ৩টা করা হবে।

এতে করে বাংলাদেশের সঙ্গে বেলজিয়াম ও আয়ারল্যান্ডের সময়ের ব্যবধান কমে আসবে। বর্তমানে বাংলাদেশ বেলজিয়াম মধ্যে সময়ের ব্যবধান পাঁচ ঘণ্টা। সময় পরিবর্তন হলে এক ঘণ্টা কমে গিয়ে তা চার ঘণ্টায় নেমে আসবে।

নিয়মানুসারে বছর শুরুর তৃতীয় মাসের শেষ দিকে এবং বছর শেষের দু’মাস আগে বেলজিয়ামে সময় পরিবর্তন করা হয়। দিবালোক সঞ্চয় করতে প্রতি গ্রীষ্ম ও শীতে এই এক ঘণ্টার হেরফের করা হয়। শীতে এক ঘণ্টা পেছানো হয়, আর গ্রীষ্মকালে বাড়ানো হয় এক ঘণ্টা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।