সোমবার , ২৭ মার্চ ২০২৩, ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, রাত ১১:৫৯

বৃষ্টিবিঘ্নিত প্রথম টুয়েন্টিতে টাইগারদের ২২ রানের জয়

ডেস্ক রিপোর্ট
মার্চ ২৭, ২০২৩ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সিরিজের প্রথম টি-টোয়েন্টির বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আইরিশদের বিপক্ষে ২২ রানে জয় পেয়েছে বাংলাদেশ।

টস হেরে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল আয়ারল্যান্ড। আর তাতে চট্টগ্রামে জ্বলে ওঠেন লিটন-রনি। বৃষ্টি নামার আগ পর্যন্ত ১৯.২ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ২০৭ রান।

তবে বৃষ্টির কারণে সেই ম্যাচ নেমে আসে আট ওভারে। আইরিশদের জয়ের জন্য দরকার ছিল ১০৪ রান।

তবে তাসকিন আহমেদদের আগ্রাসী বোলিংয়ে লক্ষ্য ছুঁতে পারেনি আয়ারল্যান্ড। ওরা ৫ উইকেট হারিয়ে তুলতে পেরেছিল ৮১ রান।

শুরুতে লিটন দাস ও রনি তালুকদারের ব্যাটে দারুণ সূচনা করেছিল টাইগাররা। ২৩ বলে ৪৭ করে ফেরেন লিটন। ৩৮ বলে ৬৭ করে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন রনি তালুকদার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।