বেতন ভাতা বাড়ানো, পেনশন সুবিধা ও কর্মপরিবেশের উন্নয়নের দাবিতে কর্মবিরতির ডাক দিয়ে লন্ডনের রাস্তায় বিক্ষোভে নেমেছেন ব্রিটেনের ১৫০টির বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। খবর বিবিসির।
গতকাল বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ব্রিটেনের ‘ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ ইউনিয়ন’ এর ডাকে এ কর্মসূচিতে শিক্ষকদের পাশাপাশি যোগ দিয়েছেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরাও।
স্থানীয় সময় সকাল থেকেই বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে নিজেদের দাবি দাওয়া সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করতে দেখা যায় শিক্ষকদের।
আন্দোরত শিক্ষক-কর্মচারীরা আরও জানান, সরকারের পক্ষ থেকে তাদের বেতন ভাতা ৩ শতাংশ বাড়ানো হলেও, যুক্তরাজ্যজুড়ে মূল্যস্ফীতি বেড়েছে প্রায় ১০ শতাংশ। ফলে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় দৈনন্দিন জীবনযাপনে হিমশিম খেতে হচ্ছে। এক প্রকার বাধ্য হয়েই রাজপথের আন্দোলনকে বেছে নিয়েছেন তারা।