ভারতের ঝাড়খণ্ড রাজ্যের বিধানসভা নির্বাচন আর কয়েক দিন পরেই। নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন বিজেপি এবার ইশতেহার প্রণয়ন করেছে। যেখানে প্রধান দফাই হলো, বাংলাদেশ থেকে ঝাড়খণ্ডে যাওয়া ব্যক্তিদের বের করে দেওয়ার প্রতিশ্রুতি।
ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার (৩ নভেম্বর) বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির ইশতেহার প্রকাশ করেন। যেখানে দলটি প্রতিশ্রুতি দেয়, তারা ঝাড়খন্ড অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করলেও, আদিবাসী পরিচয় পুরোপুরি রক্ষা করবে।
ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি ২৫ দফার ইশতেহার ঘোষণা করেছে। যেখানে প্রথমেই বলা হয়েছে, তারা বাংলাদেশ থেকে ঝাড়খণ্ডে আগত ‘অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেবে’। বিজেপি সাম্প্রতিক সময়ে বারবার ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশিদের অনুপ্রবেশের বিষয়টি খুব বড় করে দেখাচ্ছে। তারই সর্বশেষ প্রয়োগ এই ইশতেহার।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ‘অনুপ্রবেশ’ নিয়ে বারবার মন্তব্য করছেন। বিশেষ করে বাংলাদেশিদের লক্ষ্য করে বক্তব্য দিচ্ছেন তিনি। ঝাড়খণ্ডে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের কারণে একদিন স্থানীয়রাই সংখ্যালঘু হয়ে যাবে—এমন মন্তব্যও করেছেন অমিত শাহ।
এমন বক্তব্যের কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন। তিনি বলেছেন, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বিজেপি শাসিত রাজ্যগুলোর মাধ্যমে ঘটে। সেই সঙ্গে ভারতে আশ্রিত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গও টেনেছেন হেমন্ত সরেন। তিনি কেন্দ্রের প্রতি প্রশ্ন ছুড়েছেন, কিসের ভিত্তিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে কেন্দ্র সরকার।