বুধবার , ৫ এপ্রিল ২০২৩, ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১১:০০
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ প্রেস ফটো কনটেস্টে সিলেটের ফটো সাংবাদিক মামুন বিজয়ী

ডেস্ক রিপোর্ট
এপ্রিল ৫, ২০২৩ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

দৃকের আয়োজনে ‘বাংলাদেশ প্রেস ফটো কনটেস্ট-২০২৩’ এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এতে রাজনীতি  ক্যাটাগরিতে প্রথম পুরস্কার জিতেছেন সিলেটের ফটোসাংবাদিক মামুন হোসেন। বুধবার ( ৫ এপ্রিল) রাত ৮টায় দৃকের পক্ষ থেকে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। মামুন হোসেন সিলেটের আঞ্চলিক পত্রিকা  দৈনিক কাজিরবাজার এ নিজস্ব আলোকচিত্রী হিসেবে কর্মরত আছেন।

আলোকচিত্রী মামুন হোসেনে যে ছবিটির জন্য পুরস্কৃত হয়েছেন সেটি ২০২২ সালের আগস্ট মাসের চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন সময় তোলা ছবি। আন্দোলন চলাকালীন তিনি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার  চাঁনপুর চা-বাগান এলাকা থেকে ছবিটি তোলেছিলেন।

প্রতিযোগিতায় পিকচার অব দ্য ইয়ার-২০২৩ নির্বাচিত হয়েছেন আব্দুল গণি,  রাজনীতি ক্যাটাগরিতে মামুন হোসেন,  আর্টস, স্পোর্টস ও কালচার ক্যাটাগরিতে সামছুল হক সুজা, জনস্বার্থে সাংবাদিকতা ক্যাটাগরিতে সরদার মোহাম্মদ রাফিউল ইসলাম পুরস্কার জিতেছেন।

দৃক জানায়, সংবাদ সংগ্রহে প্রথম সারির সাহসী যোদ্ধাদের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ প্রেস ফটো অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। এই প্রতিযোগিতা শুরু হয় ২০২২ সালে। পেশাদার বিচারক প্যানেল বিজয়ীদের নির্বাচিত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।