‘পাবলিক ইউনিভার্সিটীজ স্টুডেন্টস এসোসিয়েশন অব গোয়াইনঘাট’ এর ইফতার মাহফিল ও নবীন বরণ অনুষ্ঠান শুক্রবার (১৪ এপ্রিল) বেলা ৪ টায় সিলেট শহরস্থ পূর্ব জিন্দাবাজারের একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি গোলজার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমানের সঞ্চালনায় ইফতার পূর্ববর্তী সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য ফারুক আহমেদ।
এসময় তিনি বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আমার গোয়াইনঘাটের সোনার ছেলেরা, তোমরা আগামীতে দেশ পরিচালনায় বিভিন্ন সেক্টরে দ্বায়িত্ব পালন করবে। তোমরা পরস্পর পরস্পরের প্রতি সহযোগী হও। বিশেষ করে তোমাদের এলাকার ভাইবোনদের প্রতি সবসময় আন্তরিক হবে আশা করি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো: আতিউল্লাহ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এসোসিয়েট প্রফেসর আব্দুস সামাদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট জামাল উদ্দিন প্রমুখ।
এছাড়াও পাবলিক ইউনিভার্সিটীজ স্টুডেন্টস এসোসিয়েশন অব গোয়াইনঘাট এর কার্যকরী পরিষদের পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার পূর্ববর্তী মোনাজাত করেন প্রফেসর ড.আতিউল্লাহ।
ইফতার পরবর্তী ২য় অধিবেশনের প্রথমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত গোয়াইনঘাট উপজেলার ছাত্রছাত্রীদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে সংগঠনের বিগত বছরগুলার কার্যক্রমের ভিডিও প্রদর্শনী, উপস্থিতির মধ্যে আতর বিতরণ, বিগত কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের বিদায়ী বক্তব্য প্রদান করেন।
শেষে রুহুল আমিন মারুফকে সভাপতি ও জুনেদ আহমদকে সাধারণ সম্পাদক করে ৬৮ সদস্য বিশিষ্ট নতুন কমিটির ঘোষণা করা হয়।