না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন প্রখ্যাত ভারতীয় ঔপন্যাসিক সমরেশ মজুমদার । সোমবার (৮ মে) স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৬টার দিকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮১ বছর।
হাসপাতাল সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, গত ২৫ এপ্রিল মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে সমরেশকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর শ্বাসযন্ত্রের সমস্যা বাড়তে থাকে।
১৯৪২ সালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের গয়েরকাটায় জন্ম সমরেশ মজুমদারের। তিনি “উত্তরাধিকার”, “কালপুরুষ”, “কালবেলা”-সহ একাধিক কালজয়ী উপন্যাসের লেখক।
সমরেশ মজুমদারের প্রাথমিক শিক্ষা জলপাইগুড়ি জেলা স্কুলে। ষাটের দশকের শুরুতে তিনি কলকাতায় পাড়ি জমান। ভর্তি হন স্কটিশ চার্চ কলেজের বাংলা (সাম্মানিক) স্নাতক বিভাগে। স্নাতকোত্তর সম্পন্ন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।