নর্থ ইষ্ট বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ, কালচারাল ক্লাব আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়।,
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ পিঠা উৎসবের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাব। পিঠা উৎসবে ১০ টি স্টল ছল। বাহারি নামের পিঠাগুলো শিক্ষার্থীরা ভিড় করে খেতে আসছে।
পিঠাগুলোর মধ্যে রয়েছে, দুধপুলি পিঠা, গাজরের হালুয়াম, গোলাপ ঝাল-মিষ্টি, কাটা পিঠা , পাকান পিঠা, শামুক পিঠা, বোমা পিঠা, রসে ভরা সবজি পিঠা, পাটি সাপটা, খিরপুলি প্রভৃতি।
পিঠা উৎসবে আসা এক শিক্ষার্থী বলেন , এ শীতে মায়ের হাতের পিঠা খুব মিস করছি। ক্যাম্পাসে বসে শীতের পিঠা উৎসবের আয়োজন করার জন্য কালচারাল ক্লাব কে ধন্যবাদ দিচ্ছি।
পিঠা উৎসবে আসা তৃতীয় বর্ষের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী তোফায়েল হাসনাত রুহিন বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য ধারণ এবং সম্প্রীতির মেলবন্ধনকে অটুক রাখবে এ আয়োজন। আমরা প্রতিবছর এই ধরনের আয়োজন চাই ।