বৃহস্পতিবার , ৩০ জানুয়ারি ২০২৫, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১:০৬

নর্থ ইষ্ট বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত 

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জানুয়ারি ৩০, ২০২৫ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নর্থ ইষ্ট বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ, কালচারাল ক্লাব আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়।,

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ পিঠা উৎসবের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাব। পিঠা উৎসবে ১০ টি স্টল ছল। বাহারি নামের পিঠাগুলো শিক্ষার্থীরা ভিড় করে খেতে আসছে।

পিঠাগুলোর মধ্যে রয়েছে, দুধপুলি পিঠা, গাজরের হালুয়াম, গোলাপ ঝাল-মিষ্টি, কাটা পিঠা , পাকান পিঠা, শামুক পিঠা, বোমা পিঠা, রসে ভরা সবজি পিঠা, পাটি সাপটা, খিরপুলি প্রভৃতি।

পিঠা উৎসবে আসা এক শিক্ষার্থী বলেন , এ শীতে মায়ের হাতের পিঠা খুব মিস করছি। ক্যাম্পাসে বসে শীতের পিঠা উৎসবের আয়োজন করার জন্য কালচারাল ক্লাব কে ধন্যবাদ দিচ্ছি।

পিঠা উৎসবে আসা তৃতীয় বর্ষের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী তোফায়েল হাসনাত রুহিন বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য ধারণ এবং সম্প্রীতির মেলবন্ধনকে অটুক রাখবে এ আয়োজন। আমরা প্রতিবছর এই ধরনের আয়োজন চাই ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।