শুক্রবার , ৫ সেপ্টেম্বর ২০২৫, ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ভোর ৫:৫৯
আজকের সর্বশেষ সবখবর

ধলাই সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১১ জনের জেল ও ৮ নৌকা জব্দ

ফখর উদ্দিন
সেপ্টেম্বর ৫, ২০২৫ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১১ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এসময় ৬টি স্টিল বডি বলগেট নৌকা ও লিস্টার মেশিন লাগানো ২টি কাঠের বারকি নৌকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টা থেকে শুক্রবার ভোর ৪টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিন মিয়া ও থানার ওসি মোহাম্মদ রতন শেখের নেতৃত্বে টাস্কফোর্সের এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন কালাসাদেক বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইকবাল হোসেনসহ পুলিশ ও বিজিবির সদস্যরা।

অভিযানকালে ধলাই সেতুর ৫০০ মিটারের মধ্যে লিস্টার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন করতে দেখা গেলে ৮টি নৌকা আটক ও ১১ জনকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের জেল দেওয়া হয়।

আটককৃতরা হলেন- সুনামগঞ্জের জামালগঞ্জের দুরালপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো. এবাদুর রহমান (২২), হরিণাকান্দি গ্রামের ছেলে আব্দুল হাই এর ছেলে মো. মহাসিন আহমদ (২৮), দুর্লভপুর গ্রামের ইজ্জত আলীর ছেলে মো. একরাম হোসেন (২২), আব্দুল হানিফের ছেলে মো. আতাউর রহমান (৩৩), আব্দুস সুবাহানের ছেলে মো. নজরুল ইসলাম (৩৫), রইছ আলীর ছেলে মুজিবুর রহমান, বিশ্বম্ভরপুরেরর সংগ্রামপুর গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে মো. মফিকুল হক (৩০), বসন্তপুর গ্রামের খুরশিদ মিয়ার ছেলে মো. সজিব (২২), মৃত গোলাম মোস্তফার ছেলে আলী রাজ (২৮), তাহিরপুর উপজেলার শুলাহা গ্রামের মৃত দেওয়ানের ছেলে মো. তৌফিক মিয়া (৩০), একই গ্রামের মনজুর আলীর ছেলে মো. আলী হোসেন (২৩)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিন মিয়া বলেন,“লিজ বহির্ভূত এলাকা ও ধলাই সেতুর নিচ থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রতন শেখ জানান, ‘আটক ১১জনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে, তিনি আরও বলেন, অবৈধ বালু পাথর উত্তোলনের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।