সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজারে সাফিয়া বেগম (২০) গলায় ফাঁস দিয়ে তরুণী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৪ অক্টোবর )সকাল ৬টার দিকে এঘটনা ঘটে। ঘটনাটি ঘটে ১নং বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলোনিতে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সাফিয়া নিজ ঘরে দরজা বন্ধ করে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।স্বজনরা সকালে দরজা বন্ধ দেখে ঘরে প্রবেশ করে সাফিয়াকে গলায় ফাঁস অবস্থায় দেখে।নিহত সাফিয়া চাঁন মিয়ার মেয়ে।
দোয়ারাবাজার থানা অফিসার ( ওসি) ইনচার্জ মোঃবদরুল হাসান মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন,ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর মেডিকেল মর্গে প্রেরণ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।