যুক্তরাজ্য থেকে দেশে ফেরার পর আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে সিদ্ধান্ত জানাবেন আরিফুল হক চৌধুরী। মেয়র আরিফের সাথে ঘনিষ্ঠ একাধিক সূত্র জানায়, আগামী ১২ অথবা ১৫ এপ্রিল দেশে ফিরবেন তিনি। দেশে ফেরার পর সবার সাথে আলাপ করে নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে সিদ্ধান্ত জানাবেন তিনি।
এদিকে, অনলাইন পোর্টাল বাংলা ট্রিবিউনের লন্ডন প্রতিনিধির বরাত দিয়ে প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে, যুক্তরাজ্য সফররত সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সোমবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। লন্ডনের কিংস্টন এলাকার একটি ভেন্যুতে তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে যুক্তরাজ্য বিএনপির একটি দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে সংবাদটি প্রকাশিত হয়।
উল্লেখ্য, সারা দেশের অন্যান্য সিটি করপোরেশনের মতো সিলেট সিটির আসন্ন নির্বাচনেও বিএনপি অংশ না নেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে।
প্রসঙ্গত, গত ২ এপ্রিল সস্ত্রীক যুক্তরাজ্য সফরে গেছেন মেয়র আরিফ।