রবিবার , ৭ মে ২০২৩, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৫:০৭

দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন 

আনহার বিন সাইদ
মে ৭, ২০২৩ ১১:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। বিদ্যালয় গভর্নিং বডির সভাপতি মো. আব্দুল গণি’র সভাপতিত্বে আজম খান ও শিক্ষক বিল্লাল হোসেন এর যৌথ পরিচালনায় বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আখতার হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য করে বক্তৃতা কালে বলেন;  বই পুস্তক থেকে তোমরা জ্ঞান আহরণ করবে,  যদি তুমি পড়ো তাইলে তো তুমি জ্ঞান আহরণ করতে পারবে। সঞ্চিত অভিজ্ঞতা অর্জন করে একে অন্যের সাথে  শেয়ার করার মাধ্যমে শিক্ষার গুরুত্ব অনুধাবন ও সমাজের উন্নতি সাধন করা যায়। অভিভাবকদের উদ্দেশ্য তিনি বলেন ; অনুরোধ করবো ছেলেমেয়েদেরকে শুধু পড়ার কথা না বলে তাদের সাথে বিভিন্ন অভিজ্ঞতা বিনিময় করে তাদের উদ্বুদ্ধ করুন। তাহলে বাস্তব শিক্ষার পরিবেশে শিক্ষার্থীরা বড় হয়ে দেশ এবং নিজের জন্য সফলতা বয়ে আনতে সক্ষম হবে। প্রধান অতিথি আরো বলেন,  সরকারের পাশাপাশি প্রবাসীদের অর্থায়নে স্থানীয় শিক্ষা ক্ষেত্রে অবধান রাখায় বিদ্যালয় সংশ্লিষ্ট দাতা ও প্রবাসীদের ধন্যবাদ জানাই। আপনারা আরো বেশি করে ভুমিকা পালন করুন। তাহলে আমাদের সরকার কর্তৃক গৃহীত লক্ষ্য পুরণ সহায়ক হবে। একটি উন্নত জাতি হিসেবে বিশ্ব দরবারে মাথা উচু করে দাড়াতে পারব।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্ম সচিব মনিরুল ইসলাম। যুগ্ম সচিব মনিরুল ইসলাম তার বক্তব্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা নিয়ে যে চিন্তা ভাবনা করছেন সেই কাজগুলো  জন সাধারণের মাঝে পৌঁছিয়ে দেওয়ার লক্ষ্যে আমরা সমন্বয় ভাবে কাজ করছি। এবং টেকসই উন্নয়ন অভিষ্ট ( এসডিজি) বাস্তবায়নে অন্যান্য অর্জনের সাথে শিক্ষার বিষয়টি জড়িত রয়েছে। আমাদেরকে তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষার উপর জোর দিতে হবে, তাহলে ভবিষ্যাতে আমরা অর্থনৈতিক ভাবে দেশের সমৃদ্ধি অর্জনে সক্ষম হব। এ অঞ্চলের পরবর্তী প্রজন্ম যারা পড়ালেখা করবেন এবং পড়ালেখা করে মানুষের মত মানুষ হবেন তারাই আগামীতে দেশের নেতৃত্ব দেবেন। তাই শিক্ষা অর্জন খুবই জরুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের সহকারী কর্মকর্তা নিবিড় রঞ্জন তালুকদার, বিশ্বনাথ উপজেলা কমিশনার ( ভুমি) আসমা জাহান সরকার, থানা ইনচার্জ গাজী আতাউর রহমান, ও ব্যাংকার তাজ উদ্দিন।
বিদ্যালয়ে ভবন সংকট দূরীভূত করার লক্ষ্যে প্রধান অতিথির হস্তক্ষেপ কামনা করে স্বাগত বক্তব্য রাখেন, অধ্যক্ষ মো. আব্দুর রহিম। মাওলানা মাহমুদুর রহমানের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি কে ফুল দিয়ে বরণ করেন বিদ্যালয় গভর্নিং বডির সদস্য ও শিক্ষকবৃন্দ।
সভাপতির সমাপনী বক্তব্যের পর বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। বিদ্যালয় পরিচালনা পরিষদ ও শিক্ষকদের ভবন সংক্রান্ত দাবীর বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে কথা বলবেন প্রধান অতিথি এমন আশ্বস্ত করেন অনুষ্ঠান আয়োজকদের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।