সুনামগঞ্জের দিরাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার তাড়ল ইউনিয়নের বুরহানপুর গ্রামে সাংবাদিক আশরাফের বাড়িতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানিয়েছেন, অগ্নিকান্ডে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ৪টি পরিবারের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তারা বর্তমানে খোলা আকাশের নিচে রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বুধবার বেলা ১টার দিকে তারা ঘর থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখতে পান। মুহূর্তের মধ্যেই সেখানে আগুন লেগে যায়। এরপর দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে আশপাশের ৪টি বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে। চোখের সামনেই দাউ দাউ করে বসতঘরে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা আগুন নেভাতে এগিয়ে আসলেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস আসার আগেই ছাই হয়ে যায় ৪ বসতঘরের সকল মালামাল।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত সাংবাদিক আশরাফ আহমদ এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি। তার বাবা আব্দুর রহমান তাড়ল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।
অগ্নিকান্ডে শিক্ষক আব্দুর রহমান, হোসাইন রহমানসহ ৪টি পরিবারের নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ফার্নিচার, ফ্রিজ, ২৫০ মনধানসহ ৪০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
সাংবাদিক আশরাফ আহমদ সিলেটের সকালকে জানান, ভয়াবহ অগ্নিকান্ডে দাদা, বাবা, চাচাসহ আমাদের তিন প্রজন্মের সবকিছু শেষ হয়ে গেছে। নতুন ধান, স্বর্ণসহ ৪ পরিবারের অন্তত ৪০ থেকে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
দিরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মোছা ভুইয়া বলেন, এলপিজি গ্যাসের চুলা থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। ১ ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তিনি আরও জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ লক্ষ টাকার মত হতে পারে।