তুরস্কের ধ্বংসস্তুপ থেকে আজ বৃহস্পতিবারও এক কিশোরীকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারীরা জানিয়েছেন, তুরস্কের দক্ষিণাঞ্চলীয় এলাকা কাহরামানমারাস থেকে ২৪৮ ঘণ্টা পর ওই কিশোরীকে উদ্ধার করা হয়।
তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম টিআরটি জানিয়েছে, তুরস্কে এই ভূমিকম্পে ৩৬ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। আহত হয়েছে এক লাখের বেশি মানুষ।
বুধবারও ২২২ ঘণ্টা পর এক ৪০ বছর বয়সী নারীকে জীবিত উদ্ধার করা হয়েছিল।
সূত্র: আল জাজিরা, গালফ নিউজ
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।