সুনামগঞ্জের ছাতক পৌরসভার মন্ডলীভোগ এলাকায় গতকাল মঙ্গলবার রাতে প্রতিবেশীর ছুরিকাঘাতে এলাকার জনপ্রিয় ব্যক্তিত্ব, ছাতক পৌরসভার নির্বাচনে একাধিকবারের কাউন্সিলর প্রার্থী লায়েক মিয়া (৪৫) নিহত হয়েছেন। এ নিয়ে শহরে উত্তেজনা বিরাজ করছে। উত্তেজিত জনতা ছুরিকাঘাতকারী যুবকের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
ছাতক থানার ওসি খান মাইনুল জাকির জানান, একই এলাকার শিপলু নামের এক যুবক মঙ্গলবার রাত ৯ টার দিকে লায়েক মিয়াকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা লায়েককে গুরুতর অবস্থার উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা হলে পথিমধ্যে তার মৃত্যু হয়। কি কারণে তাকে ছুরিকাঘাত করা হয়েছে তা তাৎক্ষনিক জানা যায়নি। হামলাকারী শিপলুকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রেখেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।