বৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৭:৩৫

জগন্নাথপুরে পাগলা কুকুরের কামড়ে আহত-৬

ডেস্ক রিপোর্ট
ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ৩:২১ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জের জগন্নাথপুরের কয়েকটি স্থানে পাগলা কুকুরের কামড়ে ৬ জন ব্যক্তি আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলার পৌর এলাকার ইসহাকপুর, ভবানীপুর, উপজেলার পাটলী ও হাড়গ্রাম গ্রামে পাগলা কুকুরের কামড়ে আহতের ঘটনা ঘটে।

আহতরা হলেন- জগন্নাথপুর পৌরসভার ইসহাকপুরের শুকুর আলী (৪০), ভবানীপুরের তারেক মিয়া (৭) পাটলী গ্রামের সুহেল মিয়া (৪৪) ও হাড়গাঁও গ্রামের দেলোয়ার মিয়া (৩৬)। অপর দুই আহতের নাম জানা যায়নি।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক মুগ্ধ তালুকদার জানান, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুকুরের কামড়ে আহত ৬ জনকে আমরা চিকিৎসা প্রদান করেছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।