রবিবার , ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৫:৩৮
আজকের সর্বশেষ সবখবর

চাঁদা না দেওয়ায় সাদাপাথর পর্যটন ব্যবসায়ীকে মারধরের অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে

ডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ১৫, ২০২৪ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের সাদাপাথর পর্যটনের ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা না পেয়ে গাড়ি ভাংচুর ও মারধরের অভিযোগ এক আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে। শুক্রবার পর্যটন এলাকার বন্ধু কসমেটিকস শপের মালিক আশরাফুল ইসলাম খোকনের সাথে এ ঘটনা ঘটে। এতে ঐ ব্যবসায়ী শনিবার দিবাগত রাতে বাদি হয়ে উপজেলা আওয়ামীলীগ নেতা আলমগীর হোসেনকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন থেকে আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে সরকারি খাস জমিতে নির্মিত পর্যটনের ব্যবসায়ীদের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছেন আলমগীর হোসেন। কেউ চাঁদা দিতে অস্বীকার করলে তাকে মারধর ও দোকানপাট ভাংচুর করে সে। এ বিষয়টি প্রশাসনকেও জানানো হয়েছে।

এদিকে থানায় দায়েরকৃত মামলায় উল্লেখ করা হয়, ব্যবসায়ী আশরাফুল ইসলাম শুক্রবার দোকান বন্ধ করে যাওয়ার সময় ভোলাগঞ্জে তার মোটরসাইকেলের গতিরোধ করে চাঁদাবাজ আলমগীর হোসেন ও তার সঙ্গীয়রা। এসময় আলমগীর হোসেন তার কাছে দোকানের চাঁদা দাবি করে। তখন আলমগীরকে চাঁদা দিতে অস্বীকার করলে তার গাড়ি ভাংচুর ও তাকে মারধর করে টাকাপয়সা ছিনিয়ে নিয়ে যায়।

এবিষয়ে অভিযুক্ত আলমগীর হোসেন আজকের পত্রিকাকে জানান, হাতাহাতি হয়েছে এটা ঠিক। তবে হাসপাতাল যাওয়ার মতো কিছু হয়নি। এটা পারিবারিক সমস্যা। আড়াই হাজার টাকা নিয়ে এই ঝামেলা। তারা শুনেছি থানায় মামলা করেছেন। আমি কেমন মানুষ এটা আপনি দেখলেই বুঝবেন। চাঁদাবাজি করার মতো মানুষ আমি না।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান জানান, মামলা দায়ের করেছেন ওই ব্যবসায়ী। আমরা এর সাথে জড়িতকে ধরতে অভিযান চালাচ্ছি। তদন্ত করছি এখানে তারা চাঁদাবাজি করে কি না। আমিতো নতুন আসছি এখানে। এর আগে এরকম অভিযোগ শুনিনি। তবে এখন শুনতেছি এরকম অভিযোগ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।