গোলাপগঞ্জের হাজীপুর এওলাটিকর নামক স্থানের সিলেট-জকিগঞ্জ সড়কে অটোরিকশাকে ট্রাকের চাপা দেয়ার ঘটনায় আরও দুজন নিহত হয়েছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে।
নিহতের সংখ্যা বেড়ে ৪ জন হওয়ার বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে দুজন মারা যান।
গতকাল রোবাবর (১২ ফেব্রুয়ারি) দিনগত রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দুজন মারা যান। নিহতরা হলেন- বিয়ানীবাজার উপজেলার পৌর এলাকার নয়াগ্রামের ফারুক আহমদের স্ত্রী রাশেদা বেগম (৩৮), তাদের মেয়ে ফারিয়া আক্তার (১৬), একই উপজেলার মাটিকাটা গ্রামের সিরাজ মিয়ার স্ত্রী জেবু বেগম (৪৫) ও তাদের ছেলে নুরুল ইসলাম সাজিদ (২৫)।
জানা গেছে, গতকাল রোববার বিকাল ৪টার দিকে গোলাপগঞ্জ উপজেলার হাজীপুর এওলাটিকর নামক স্থানে সিলেট-জকিগঞ্জ সড়কে সিলেটগামী একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয় দ্রুতগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট- ১৪-১৬৮০)। এতে দুমড়েমুচড়ে যায় অটোরিকশাটি। ঘটনাস্থলেই নিহত হন দুজন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। সেখানে আরও দুজন প্রাণ হারান। এদিকে, পুলিশ ট্রাকটি জব্দ করলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে।