রবিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৩, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ১০:২৩
আজকের সর্বশেষ সবখবর

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
ফেব্রুয়ারি ১২, ২০২৩ ১:৫২ অপরাহ্ণ
Link Copied!

গোলাপগঞ্জের হাজিপুর এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২জনের প্রাণহানী ঘটেছে। আজ রোববার (১২ ফেব্রুয়ারি) এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) রফিকুল ইসলাম বলেন, আজ বিকেল সাড়ে ৪টার দিকে বিয়ানীবাজার থেকে সিলেটগামী সিএনজিচালিত অটোরিকশাটির বিপরীতমুখী একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট- ১৪-১৬৮০) সাথে সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই অটোরিকশার একজন নারী ও একজন পুরুষ যাত্রী নিহত হন।

নিহতরা হলেন- বিয়ানীবাজার উপজেলার বাসীন্দা ফারুক (৪০) এবং রাশিদা (৩৮)। অটোরিকশাটিতে মোট ৫ জন যাত্রী ছিলেন।

আহত ৩ জনকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে তাদের পরিচয় সম্পর্কে এখনো জানা যায় নি। ঘাতক ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ট্রাক চালক বা হেল্পার পালিয়ে গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।