গোলাপগঞ্জের হাজিপুর এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২জনের প্রাণহানী ঘটেছে। আজ রোববার (১২ ফেব্রুয়ারি) এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) রফিকুল ইসলাম বলেন, আজ বিকেল সাড়ে ৪টার দিকে বিয়ানীবাজার থেকে সিলেটগামী সিএনজিচালিত অটোরিকশাটির বিপরীতমুখী একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট- ১৪-১৬৮০) সাথে সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই অটোরিকশার একজন নারী ও একজন পুরুষ যাত্রী নিহত হন।
নিহতরা হলেন- বিয়ানীবাজার উপজেলার বাসীন্দা ফারুক (৪০) এবং রাশিদা (৩৮)। অটোরিকশাটিতে মোট ৫ জন যাত্রী ছিলেন।
আহত ৩ জনকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে তাদের পরিচয় সম্পর্কে এখনো জানা যায় নি। ঘাতক ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ট্রাক চালক বা হেল্পার পালিয়ে গেছে।