গতকাল শনিবার (২৫ মার্চ) জাতীয় গণহত্যা দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শহীদ মিনারে শহীদদের স্মরণে সম্প্রীতি বাংলাদেশের প্রদীপ প্রজ্জ্বলন করে।
প্রতিষ্ঠালগ্ন থেকে সম্প্রীতি বাংলাদেশ জাতীয় গনহত্যা দিবসে সংগঠনটির আহবায়কপীযূষ বন্দ্যোপাধ্যায় এবং সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের নেতৃত্বে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে বিভিন্ন সভা-সেমিনারের আয়োজন করে আসছে।
এবছর জাতীয় গনহত্যা দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শহীদ মিনারে সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের নেতৃত্বে সংগঠনটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক অধ্যাপক বিমান চন্দ্র বড়ুয়া এবং কেন্দ্রীয় কমিটির সদস্য তাপস হালদার, সাইফ আহমেদ, রাজীব কর প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।