এম.ডি জালাল, কুয়েত থেকে : খেলাফত মজলিস্ কুয়েত’র আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (পহেলা এপ্রিল) কুয়েত সিটির রাজধানী হোটেলে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম।
সাধারণ সম্পাদক মাওলানা আকরাম হোসেন ও যুগ্ম সম্পাদক হাফেজ মাওলানা আহসান উল্লাহ্ বদরের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আয়োজক সংগঠনের উপদেষ্টা শেখ নুরুল ইসলাম।
প্রধান আলোচক ছিলেন, উপদেষ্টা শেখ এমদাদ উল্লাহ্ বিলালী।
অতিথি আলোচক হিসেবে আরো ছিলেন, শেখ মো: হাসান, হাফেজ ওযায়ের আহমদ, মাওঃ মিজানুর রহমান, মাওঃ ইসমাঈল হোসাইন, মোঃ হায়দার আলী, মোঃ ইসমাইল হোসেন, মোঃ ইলিয়াছ, মাওঃ ইয়াকুব প্রমুখ।
বক্তারা মহিমান্বিত পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি ধর্মীয় নানা বিষয় নিয়ে আলোচনা করেন।
ইফতার পূর্বে সদ্য প্রয়াত বাংলাদেশের শীর্ষ চার আলেম যথাক্রমে, মুফতি নুর আহমদ, মোহাদ্দেস মমতাজুল করিম (বাবা হুজুর), হযরত মাওলানা শিব্বীর আহমদ, মাওলানা আহমদ উল্লাহ্ কাসেমী এর রূহের মাগফেরাত কামনা সহ দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।