মঙ্গলবার , ১৮ এপ্রিল ২০২৩, ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৬:১৩

কোম্পানীগঞ্জে ২৭০টি পরিবারে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ 

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ১৮, ২০২৩ ৮:১১ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন কর্তৃক পবিত্র মাহে রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সিলেট অঞ্চলের সাধারণ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সেই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে কোম্পানীগঞ্জ উপজেলার গৌরিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২৭০ জন কর্মহীন, অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

দুস্থদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ মাওলা ডান, এএফডব্লিউসি, পিএসসি, লেফটেন্যান্ট কর্ণেল মো: আলমগীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক আকবর রেদওয়ান মনা, কার্যনির্বাহী সদস্য ফারুক আহমদ, ইউপি সদস্য জামাল উদ্দিন প্রমুখ।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী বৃহত্তর সিলেটবাসীর কল্যাণে তাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখে সৌহার্দ্য ও সম্প্রতি বৃদ্ধির পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম চলমান রাখবে। সেনাবাহিনীর এহেন দেশসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রমে জনমনে আস্থা ও স্বতঃস্ফূর্ততার প্রতিফলন ঘটেছে বলে প্রতীয়মান হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।