কোম্পানীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি কালা মিয়াকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানাপুলিশ। সে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামী ছিল।
সাজাপ্রাপ্ত আসামী কালা মিয়া (৪২) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া লামাপাড়া গ্রামের মৃত্যু শফিক মিয়া’র ছেলে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাতে কোম্পানীগঞ্জ থানার এএসআই মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় পাড়ুয়া এলাকা হতে কালামিয়া’কে গ্রেপ্তার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদ ভিত্তিতে সাজাপ্রাপ্ত আসামি কালা মিয়া’কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এ ১১টি মামলা রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।