সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের জালে বন্দী হয়েছে কাঞ্চন রবি দাস (৩১) নামে এক মাদক ব্যবসায়ী। আটককৃত কাঞ্চন রবি দাস উপজেলার টুকেরগাঁও গ্রামের মৃত সুকলাল রবি দাসের পুত্র।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮ দিকে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক শাহ আলম ভূইয়া, এসআই মাসুদ আহমেদ, এএসআই মাহফুজুর রহমানের সঙ্গীয় ফোর্সের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে টুকেরবাজার এলাকা হতে অভিযান চালিয়ে ১১ বোতল অফিসার চয়েজ (প্রতি বোতলে ১৮০মিলি) মদসহ একজনকে গ্রেফতার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (মিডিয়া) মাসুদ আহমেদ জানান, কাঞ্চন রবি দাস’কে মাদকসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে, মামলা নাম্বার নং-০৮। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।