কোম্পানীগঞ্জ উপজেলার কাঁঠালবাড়ি গ্রামে ‘আল ইত্তেহাদুল কুরআন’ এর প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র রমজান মাস উপলক্ষে মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ শেষে বুধবার দুপুরে কাঁঠালবাড়ি প্রশিক্ষণ কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা সমাজকল্যাণ পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালবাড়ি আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শামসুজ্জামান।
বিশিষ্ট মুরুব্বি আমানত খাঁনের সভাপতিত্বে ও কোম্পানীগঞ্জ উপজেলা সমাজকল্যাণ পরিষদের সভাপতি উসমান খাঁনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স এর কোম্পানীগঞ্জ শাখার এজিএম মুজাম্মেল হোসেন, প্রশিক্ষক মুর্শিদা বেগম ও লুৎফা বেগম।