মঙ্গলবার , ২৮ মার্চ ২০২৩, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ২:১১
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে ফেনসিডিলসহ আটক-২

ডেস্ক রিপোর্ট
মার্চ ২৮, ২০২৩ ১২:০৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫৬ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। সোমবার রাত পৌনে ১১টায় উপজেলার বর্নি কান্দিবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করেন কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক জনার্দন তালুকদার।

আটকৃতরা হলো- কোম্পানীগঞ্জ উপজেলার রাজাপুর গ্রামের মৃত আব্দুল খালিকের পুত্র সাইদুল ইসলাম ওরফে এখলাছ (২০) এবং সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার ঢালারপাড় গ্রামের হেলাল উদ্দিনের পুত্র সজিব আহমেদ শাকিল (১৭)।

কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় জানান, আটক এই দুই যুবক বিক্রয়ের জন্য নিজ হেফাজতে মাদক রেখেছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে মাদকসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।