সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ ঢালারপাড় প্রেমকাড়া এলাকার খালে নিখোঁজ হোরন মিয়ার লাশ প্রায় ২ দিন পর পাওয়া গেছে। আজ মঙ্গলবার (২ মে) সকাল ৮টায় সেই খালে পাওয়া যায় তার লাশ।
এর আগে খালে মাছ ধরতে গিয়ে গত রোববার দুপুরে প্রেমকাড়া এলাকায় নিখোঁজ হয় হোরন মিয়া। হোরন মিয়া কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের মধ্য রাজনগর গ্রামের হোসেন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, রবিবার দুপুরে কোম্পানীগঞ্জ দক্ষিণ ঢালারপাড় প্রেমকাড়া নামক খালে মাছ ধরার জন্য ডুব দেন হোরন। কিন্তু পরে তিনি আর উঠে আসেননি। এক রাখাল ঘটনাটি দেখে পরিবারের লোকজনকে খবর দেন। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা চালান। খোজাখুজির পর না পেয়ে ফায়ারসার্ভিসে খবর দেন। ফায়ারসার্ভিসও অনেক খোজাখুজি করে পায়নি হোরন মিয়ার সন্ধান। পরে আজ সকাল ৮টায় স্থানীয়রা খালে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ বেলা সাড়ে ১১টায় গিয়ে লাশ উদ্ধার করে।