মঙ্গলবার , ২ মে ২০২৩, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:৫৩

কোম্পানীগঞ্জে নিখোঁজের ৪৩ঘণ্টা পর ভেসে উঠলো জেলের লাশ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
মে ২, ২০২৩ ৮:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ ঢালারপাড় প্রেমকাড়া এলাকার খালে নিখোঁজ হোরন মিয়ার লাশ প্রায় ২ দিন পর পাওয়া গেছে। আজ মঙ্গলবার (২ মে) সকাল ৮টায় সেই খালে পাওয়া যায় তার লাশ।

এর আগে খালে মাছ ধরতে গিয়ে গত রোববার দুপুরে প্রেমকাড়া এলাকায় নিখোঁজ হয় হোরন মিয়া। হোরন মিয়া কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের মধ্য রাজনগর গ্রামের হোসেন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, রবিবার দুপুরে কোম্পানীগঞ্জ দক্ষিণ ঢালারপাড় প্রেমকাড়া নামক খালে মাছ ধরার জন্য ডুব দেন হোরন। কিন্তু পরে তিনি আর উঠে আসেননি। এক রাখাল ঘটনাটি দেখে পরিবারের লোকজনকে খবর দেন। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা চালান। খোজাখুজির পর না পেয়ে ফায়ারসার্ভিসে খবর দেন। ফায়ারসার্ভিসও অনেক খোজাখুজি করে পায়নি হোরন মিয়ার সন্ধান। পরে আজ সকাল ৮টায় স্থানীয়রা খালে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ বেলা সাড়ে ১১টায় গিয়ে লাশ উদ্ধার করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।