কোম্পানীগঞ্জ প্রতিনিধি : ‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’ এমন শ্লোগানে সিলেটের কোম্পানীগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় উপজেলা সদরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। মেলায় ঘোড়া, গরু, ছাগল, মুরগী, দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির পাখি দিয়ে ৫০টি স্টল সাজিয়ে বসেন খামারীরা। প্রদর্শনী শেষে ১৫ জন খামারিকে নগদ ৩০ হাজার টাকা করে পুরস্কৃত করা হয়। মেলায় অবস্থিত বিভিন্ন স্টল পরিদর্শন শেষে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা নাবিদ হাসনাইন এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) আল-আমীন, ইসলামপুর পুর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক আকবর রেদওয়ান মনা।