শুক্রবার , ৩১ মার্চ ২০২৩, ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৪:৪৩
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক আহত, আটক ১

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
মার্চ ৩১, ২০২৩ ১১:০৬ অপরাহ্ণ
Link Copied!

কোম্পানীগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক আহত, আটক ১

সিলেটের কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে এক যুবক আহত হয়েছেন। শুক্রবার (৩১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ইসলামপুর গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবক ইসলামপুর গ্রামের আমির হোসেনের পুত্র সজিব আহমেদ ইয়াছিন (১৮)। তাকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
হামলাকারী কিশোর গ্যাংয়ের সদস্যরা হলেন- চাটিবহর গ্রামের আশিক আলীর পুত্র শামীম (১৮) ও শাকিল (১৪), দক্ষিণ বুড়দেও গ্রামের (পিতা অজ্ঞাত) তারেক (১৯) ও কলাবাড়ি গ্রামের মছব্বিরের পুত্র নুর উদ্দিন (১৯) সহ অজ্ঞাত আরও ৪-৫ জন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ইজিবাইকে করে কয়েকজন কিশোর থানা বাজার থেকে টুকেরবাজার যাচ্ছিল। তাদের বহনকারী গাড়ি ইসলামপুর গ্রামে পৌঁছে একজন পথচারীকে ধাক্কা দেয়। প্রত্যক্ষদর্শী ইয়াছিন এ ঘটনার প্রতিবাদ জানায়। তার সাথে তর্কে জড়ায় গাড়িতে থাকা কিশোরেরা। তারা ইয়াছিনকে কিল, চড়-থাপ্পড় মারতে থাকে। আশে-পাশের লোকজন ছুটে এসে পরিস্থিতি সামাল দেন। এর কিছুক্ষণ পর আরও কয়েকজন কিশোর ঘটনাস্থলে আসে। এসময় এক কিশোর ইয়াছিনকে ছুরিকাঘাত করে। তাকে উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) হিল্লোল রায় বলেন, এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।